প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
শিক্ষকদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির উপর গুরুত্ব দিতে হবে ...... মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

শিক্ষকদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক। আজ শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের সাবালিয়া কুরতুবী অডিটোরিয়ামে আয়োজিত মাদরাসা শিক্ষার মানোন্নয়ন কল্পে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ আহ্বান জানান। একই সাথে তিনি মাদরাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করার আহ্বানও জানান।
কুরতুবী আলিম মাদরাসা সাবালিয়া টাঙ্গাইল এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কুরতুবী শিক্ষা পরিবারের চেয়ারম্যান হারুনুর রশীদ খান।একইদিন একই অডিটোরিয়ামে কুরতুবী মাদরাসা টাঙ্গাইলের সব শাখার চার শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন কুরতুবী মাদরাসা টাঙ্গাইলের চেয়ারম্যান হারুনুর রশীদ খান, সরকারী সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজের প্রভাষক ড. মো. আব্দুল জলিল, টাঙ্গাইল ইসলামবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রাশেদুল ইসলাম, কুরতুবী মাদরাসা টাঙ্গাইলের সদস্য সচিব মো. রেজাউল করিম। বক্তব্য প্রদান করেন কুরতুবী মাদরাসা টাঙ্গাইলের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, কুরতুবী সাংস্কৃতিক সংসদের প্রশিক্ষক অরণ্য ইমতিয়াজ প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com